অ্যানেসথেসিয়া ইনজেকশনের কারণে কি রোযা ভাঙ্গবে?
অ্যানেসথেসিয়া বা অবশকরণ ইনজেকশনের কারণে রোযা ভাঙ্গবে না
প্রশ্ন: 95065
আলহামদুলিল্লাহ ও রাসুলে আল্লাহ ও তাঁর পরিবারের উপর সালাম ও প্রশংসা
আলহামদুলিল্লাহ।
লোকাল এ্যানেসথেসিয়া(শরীরেরঅংশবিশেষঅবশকরণ)ইনজেকশন দিলেরোযা ভাঙ্গবেনা। যেহেতুএটি পানাহার নয়কিংবা পানাহারেরস্থলাভিষিক্তওনয়।
শাইখ ইবনেউছাইমীন (রহঃ)কে জিজ্ঞেসকরা হয়েছিল:রমযানেরদিনের বেলায়দাঁত অবশ করারজন্য যেএ্যানেসথেসিয়াদেয়া হয় সেসম্পর্কে?জিজ্ঞেস করাহয়েছিল,এ্যানেসথেসিয়াগ্রহণ করলে সেদিনের রোযা কিকাযা পালনকরতে হবে?
জবাবে তিনিবলেন: না;কেননাএ্যানেসথেসিয়ারোযা ভঙ্গ করেনা। লোকালএ্যানেসথেসিয়াযে স্থানেদেয়া হয় শুধু সেস্থানটিকেঅবশ করে; এটিপাকস্থলিতেপৌঁছে না।সুতরাং কেউনফল রোযাদারহন কিংবা ফরযরোযাদার হনতিনি যদিএ্যানেসথেসিয়াগ্রহণ করেনতার রোযাশুদ্ধ।[ফাতাওয়ানুরুনআলাদ-দারবথেকে সংকলিত]
দেখুন:ফাতাওয়াসশাইখ বিন বায(১৫/২৫৯)
কিন্তু,জেনারেলএ্যানেসথেসিয়া(পুরোপুরি অজ্ঞানকরা) প্রয়োগকরা হলে এবংএতে রোগী গোটাদিন সম্পূর্ণঅজ্ঞান থাকলে তারউপর সে দিনেররোযা কাযাপালন করাআবশ্যক হবে।
ইবনে কুদামা(রহঃ) বলেন: “যদি কেউসম্পূর্ণ দিনঅজ্ঞানঅবস্থায় থাকে;কিছু সময়ওসজ্ঞানঅবস্থায় নাকাটায় তাহলেআমাদের ইমাম ওশাফেয়িরঅভিমতঅনুযায়ী তাররোযা শুদ্ধহবে না।”এরপর বলেন: “অজ্ঞানব্যক্তি যদিদিনের অংশবিশেষে জ্ঞান ফিরেপান, দিনেরপ্রথমাংশেহোক কিংবাশেষাংশে হোকতাহলে তাররোযা শুদ্ধহবে।”[আল-মুগনি(৩/১২)]
এ আলোচনারভিত্তিতে বলাযায় যে,রোযাদার যদি দিনেরবেলায়এ্যানেসথেসিয়াইনজেকশনগ্রহণ করেতবুও তার রোযাশুদ্ধ হবে। এইনজেকশননেয়ার কারণেতার রোযাবাতিল হবে না।আর যদি এইনজেকশনফজরের আগেগ্রহণ করে এবংইনজেকশনেরপ্রভাবেসূর্যাস্তপর্যন্তঘুমিয়ে কাটায়তাহলে তার ঐদিনের রোযাশুদ্ধ হবে না।
আল্লাহ্ইভাল জানেন।
সূত্র:
ইসলাম জিজ্ঞাসা ও জবাব